Alexa সেরাদের জয়ের মিশনে মাঠে নামল দু’দল

সেরাদের জয়ের মিশনে মাঠে নামল দু’দল

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৩৮ ১২ জুন ২০১৯   আপডেট: ১৫:৪৭ ১২ জুন ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

জমে উঠেছে ক্রিকেটের মহাযজ্ঞ আইসিসি বিশ্বকাপের দ্বাদশ আসর। টুর্নামেন্টের ১৭তম ম্যাচে আজকে মুখোমুখি অস্ট্রেলিয়া ও পাকিস্তান।

টস পর্ব জেতার পর ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। টন্টনের কাউন্টি গ্রাউন্ডে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা, বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হয় খেলা।

ব্যাট হাতে অস্ট্রেলিয়ার হয়ে একটানা পারফর্ম করে যাচ্ছেন স্টিভ স্মিথ। এ ম্যাচেও অস্ট্রেলিয়ার ব্যাটিং এর বড় ভরসা তিনি। এছাড়া ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, ফিঞ্চও রানের ক্ষুধায় রয়েছেন। শন মার্শ আসায় দলের ব্যাটিং শক্তি বৃদ্ধি পেয়েছে বহুগুণ। শক্ত ব্যাটিং লাইন আপ নিয়ে পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহ পেতে মাঠে নামল অজিরা। 

তবে পাকিস্তান অবশ্যই ছেড়ে কথা বলবে না। মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, হাসান আলীদের নিয়ে গড়া লাইনআপ পাকিদের অন্যতম সেরা। তারাও প্রস্তুত অস্ট্রেলিয়ার ব্যাটারদের পরীক্ষা নিতে। 

অস্ট্রেলিয়া একাদশ

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, শন মার্শ, উসমান খাজা, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, নাথান কোল্টার-নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন। 

পাকিস্তান একাদশ


ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক), শোয়েব মালিক, আসিফ আলি, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, হাসান আলী, শাহীন আফ্রিদী।

ডেইলি বাংলাদেশ/এএল/সালি
 

Best Electronics
Best Electronics