Alexa সেনাবাহিনী প্রধান সেনা কল্যাণ সংস্থার ৪টি স্থাপনা উদ্বোধন করেছেন 

সেনাবাহিনী প্রধান সেনা কল্যাণ সংস্থার ৪টি স্থাপনা উদ্বোধন করেছেন 

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:১৭ ১৯ নভেম্বর ২০১৯   আপডেট: ১৮:২১ ১৯ নভেম্বর ২০১৯

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও সেনা কল্যাণ সংস্থার ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান জেনারেল আজিজ আহমেদ মঙ্গলবার ঢাকার মহাখালীর ডিওএইচএস এ সেনা কল্যাণ সংস্থার নবনির্মিত ৪টি স্থাপনা উদ্বোধন করেন-আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও সেনা কল্যাণ সংস্থার ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান জেনারেল আজিজ আহমেদ মঙ্গলবার ঢাকার মহাখালীর ডিওএইচএস এ সেনা কল্যাণ সংস্থার নবনির্মিত ৪টি স্থাপনা উদ্বোধন করেন-আইএসপিআর


বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও সেনা কল্যাণ সংস্থার ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান জেনারেল আজিজ আহমেদ ঢাকার মহাখালীর ডিওএইচএস এ সেনা কল্যাণ সংস্থার নবনির্মিত ৪টি স্থাপনা উদ্বোধন করেছেন। 

স্থাপনাগুলো হলো- এস কে এস টাওয়ার, এস কে বিজনেস মার্ট (ঢাকা), সেনা কল্যাণ ট্রেড সেন্টার ও সেনা কল্যাণ কনভেনশন সেন্টার (চট্টগ্রাম)। 

মঙ্গলবার এই স্থাপনাগুলো উদ্বোধন করা হয় বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান এবং সেনা কল্যাণ বোর্ড অব ট্রাস্টি ও ব্যবস্থাপনা পরিষদ এর সদস্যসহ সেনা কল্যাণ সংস্থার বিভিন্ন স্তরের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

সেনা কল্যাণ সংস্থা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণে ৪৭ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সংস্থার বিভিন্ন বাণিজ্যিক ও উৎপাদনমূলক প্রতিষ্ঠান জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

ডেইলি বাংলাদেশ/এসবি/এসএএম