Alexa সেনাবাহিনী প্রধান মিরপুর ডিওএইচএস এ ট্রাষ্ট ব্যাংকের ১১২তম শাখার উদ্বোধন করেছেন

সেনাবাহিনী প্রধান মিরপুর ডিওএইচএস এ ট্রাষ্ট ব্যাংকের ১১২তম শাখার উদ্বোধন করেছেন

নিজস্ব প্রতিবেক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:৩৬ ২২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ১৯:৪১ ২২ সেপ্টেম্বর ২০১৯

ট্রাষ্ট ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ রোববার ঢাকাস্থ মিরপুর ডিওএইচএসে ফিতা কেটে ট্রাষ্ট ব্যাংকের ১১২তম শাখার উদ্বোধন করেন- আইএসপিআর

ট্রাষ্ট ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ রোববার ঢাকাস্থ মিরপুর ডিওএইচএসে ফিতা কেটে ট্রাষ্ট ব্যাংকের ১১২তম শাখার উদ্বোধন করেন- আইএসপিআর

মানুষের সঙ্গে সুদৃঢ় সেতুবন্ধন গড়ে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে মিরপুরের ডিওএইচএস এ ট্রাষ্ট ব্যাংকের ১১২তম শাখার উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে কালচারাল সেন্টার ভবনে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এই নতুন শাখার উদ্বোধন করেন।

ট্রাষ্ট ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ রোববার ঢাকাস্থ মিরপুর ডিওএইচএসে ট্রাষ্ট ব্যাংকের ১১২তম শাখার উদ্বোধন শেষে কেক কাটেন- আইএসপিআর

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, পরিচালকবৃন্দ, ঢাকা ও মিরপুর সেনানিবাসের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, মিরপুর ডিওএইচএস পরিষদের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ট্রাষ্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডেইলি বাংলাদেশ/এসবি/এসআই