Alexa সেনাপ্রধান হাওয়াই যাচ্ছেন শুক্রবার

সেনাপ্রধান হাওয়াই যাচ্ছেন শুক্রবার

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:৪৯ ১৬ মে ২০১৯   আপডেট: ১৬:৫০ ৩১ জুলাই ২০১৯

সেনাপ্রধান আজিজ আহমেদ

সেনাপ্রধান আজিজ আহমেদ

বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ হাওয়াই যাচ্ছেন। ইউএস (যুক্তরাষ্ট্র) আর্মি প্যাসিফিক কমান্ডার জেনারেল রবার্ট বি ব্রাউন এর আমন্ত্রণে ৫দিনের সফরে আগামীকাল শুক্রবার হাওয়াইয়ের উদ্দেশ্যে রওনা হবেন। 

তিনি হাওয়াই এর হুনুলুলুতে অনুষ্ঠিত লেন্ড ফোর্সেস অফ দ্য প্যাসিফিক সিম্পোজিয়াম অ্যান্ড এক্সপোজিশান (এলএএনপিএসি)-২০১৯ এ অংশগ্রহণ করবেন।

বৃহস্পতিবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ তথ্য জানান।

এই সিম্পোজিয়ামের মূল প্রতিপাদ্য বিষয় হলো- ‘অ্যা প্রি এন্ড অপেন ইন্দো-প্যাসিফিকঃ ইনোভেটিভ অ্যান্ড লেন্ড ফোর্সেস’। সিম্পোজিয়ামে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সমসাময়িক বিভিন্ন ইস্যু ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। 

এ ছাড়া সেনাপ্রধান আজিজ আহমেদ বিভিন্ন দেশের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে আয়োজিত প্যানেল ডিসকাশনে অংশ নেবেন। অন্যতম বক্তা হিসেবে তিনি ‘লেন্ড ফোর্সেস ইনক্রিজড ইন্টারোপেরাবিলিটি উইথ অ্যালাইস এন্ড পার্টনার্স’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করবেন।

সেনাপ্রধান আজিজ আহমেদ ২০০৫-০৬ সালে সুদানে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী মিশন ইউএনএমআইএস এর ফোর্স কমান্ডারের মিলিটারি অ্যাসিসট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় ৫০টির বেশি দেশের প্রতিনিধিদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতালব্ধ জ্ঞান সবার মাঝে তুলে ধরার জন্য তাকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এসবি/জেডআর