Alexa সেতুর স্লাব ধসে ভোগান্তিতে ৬০ হাজার মানুষ 

সেতুর স্লাব ধসে ভোগান্তিতে ৬০ হাজার মানুষ 

রনি আকন্দ কালাই, (জয়পুরহাট) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:২১ ১৯ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

জয়পুরহাটের কালাইয়ের ক্ষেতলালের পাঠানপাড়ায় ৪০ বছর আগে নির্মিত সেতুর স্লাবের একটি বড় অংশ ধসে পড়েছে। এতে স্বাভাবিকভাবে চলাচল করতে না পারায় ভোগান্তিতে পড়েছেন ৭০টি গ্রামের প্রায় ৬০ হাজার মানুষ।

সরেজমিনে দেখা যায়, সেতুর স্লাবে ধস নেমেছে। স্লাবের মধ্যে একটি বড় অংশ নেই । এতে নিয়মিত গাড়ি চলাচল করতে পারছে না। কোনো কোনো চালক বাড়ি টাকার লোভে ঝুঁকি নিয়ে সেতুর মধ্যে যানবাহন চালান। এছাড়া সেতুতে চলাচলকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্র্থীরা ঝুঁকিতে চলাফেরা করেন। 

উপজেলার দুর্গাপুর গ্রামের অটোভ্যান চালক আমিনুল ইসলাম, ভটভটি চালক মেজবাউল হোসেন ও মোসলেমগঞ্জ হাটের বাসিন্দা ডা. হিটলুর সরকার, মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফরুজসহ অনেকে বলেন, দুর্গাপুর সেতুটি ভেঙে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করতে হচ্ছে।

উপজেলার উদয়পুর ইউপির চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী বলেন, দুর্গাপুরের সেতুটি এলজিইডির আওতায় রয়েছে। সেতুটি দ্রুত মেরামতের জন্য এলজিইডির উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলামকে জানিয়েছি। তিনি সেতুটি মেরামতের আশ্বাস দিয়েছেন।

ডেইলি বাংলাদেশ/এমকেএ