Alexa প্লেনের ভালোবাসায় মগ্ন তরুণী, করবেন বিয়ে (ভিডিও)

প্লেনের ভালোবাসায় মগ্ন তরুণী, করবেন বিয়ে (ভিডিও)

মজার খবর ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:২৪ ১৩ অক্টোবর ২০১৯   আপডেট: ১৫:৩২ ১৩ অক্টোবর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যাত্রীবাহী বিমান বোয়িং ৭৩৭-৮০০ এর প্রেমে হাবুডুবু খাচ্ছেন এক তরুণী! এটির সঙ্গে তার শারীরিক সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন। করতে চান বিয়ে। খবর- ডেইলি মেইল।

জার্মানির মিশেল কোকে নামের ৩০ বছর বয়সী এক তরুণী এমন অদ্ভুত প্রেমের কথা জানিয়েছেন। তিনি ওই বিমানটিকে ডার্লিং (প্রেমিক) বলে সম্বোধন করেছেন। 

বোয়িংটিকে আকর্ষণীয় ও যৌন আবেদনময়ী উল্লেখ করে সেটিকে বিয়ের কথা জানিয়েছেন মিশেল। তিনি বলেন, আমার কাছে ৭৩৭-৮০০ খুবই আকর্ষণীয় এবং সেক্সি। সে খুবই সুন্দর। আমি তাকে বিয়ে করে একসঙ্গে বসবাস করতে চাই। এটি একটি বিশেষ ভালোবাসা, যা অন্য কেউ বুঝবে না।

ডেইলি মেইলকে শনিবার ওই তরুণী জানান, তার সঙ্গে আমার পাঁচ বছর ধরে প্রেম। তবে আমি তাকে সব সময় কাছে পাই না। আমি যখন তার সঙ্গে আকাশে উড়ি তখনই শুধু কাছে পাই।

মিশেল জার্মানির একটি টেলিভিশনে প্রেমের কিছু ছবি দেখান। সেখানে দেখা যায়, মিশেল বিভিন্ন সময়ে বিমানটিকে চুমু দিচ্ছেন।

এদিকে বোয়িং ৭৩৭-৮০০ এর প্রেমে মগ্ন মিশেল বাসায় ওই বিমানের আদলে একটি ছোট্ট বিমানও তৈরি করে নিয়েছেন। সব সময় বাসায় সেটিকে সঙ্গে রাখেন।
 
এই প্রেম সম্পর্কে মিশেল আরো বলেন, এটা একটা সাধারণ প্রেম। আমরা অনেক সময় সন্ধ্যায় একসঙ্গে সময় কাটাই। একসঙ্গে বিছানায়ও যাই। ঘুমাইও একসঙ্গে।

ডেইলি বাংলাদেশ/জেডআর