Alexa সেই তিন বন্ধু পদ পেলেন আওয়ামী লীগে

সেই তিন বন্ধু পদ পেলেন আওয়ামী লীগে

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:৫৮ ১২ ডিসেম্বর ২০১৯   আপডেট: ১৩:৫৯ ১২ ডিসেম্বর ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচার চেয়ে ২৯ মাস ডিটেনশন খাটা তিন বন্ধু আওয়ামী লীগে পদ পাচ্ছেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট নাটোরের গুরুদাসপুরের তিন বন্ধুর পক্ষে কথা বলার কেউ ছিল না। মুজিব হত্যার ৪৪ বছর কেটে গেলেও তাদের খোঁজ নেয়নি কেউ।

সম্প্রতি ‘বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়ে ২৯ মাস ডিটেনশন খাটেন তিন বন্ধু’ শিরোনামে তাদের নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে ডেইলি বাংলাদেশ। এরপরই তাদের আওয়ামী লীগে পদ দিয়েছেন নাটোর-৪ আসনের এমপি অধ্যাপক মো. আবদুল কুদ্দুস।

অশোক কুমার পালকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি করা হয়েছে। প্রবীর কুমার বর্মন ও নির্মল কর্মকারকে দেয়া হচ্ছে পৌর আওয়ামী লীগের পদ।

বুধবার বিকেলে ওই উপজেলার বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে পৌর আওয়ামী লীগের সমাবেশে গুরুদাসপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে অশোক কুমার পালের নাম ঘোষণা করেন এমপি আবদুল কুদ্দুস।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব, সহ-সভাপতি বাবু রাজ কুমার কাশি, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ, জেলা আওয়ামী লীগের সদস্য রবিউল করিম ফকির প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/এআর