Alexa সৃজিতকে ছাড়া থাকতে পারছেন না মিথিলা!

সৃজিতকে ছাড়া থাকতে পারছেন না মিথিলা!

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:২০ ১৬ জানুয়ারি ২০২০   আপডেট: ১৪:২০ ২৭ জানুয়ারি ২০২০

মিথিলা এবং সৃজিত

মিথিলা এবং সৃজিত

সৃজিত ভারতে। তাকে ভীষণ মিস করছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তাই স্বামীর ঢাকা আসার অপেক্ষায় ক্ষণ গুনছেন স্ত্রী। এমনকি তাকে ছাড়া থাকতেও পারছে না। আর এ কারণেই হয়তো নিজের সোশ্যাল মিডিয়ায় সৃজিতকে কাছে আসার আহ্ববান জানালেন মিথিলা।

মিথিলা-সৃজিতের বিয়ের এক মাস হয়ে গেল। বিয়ের পরেই মধুচন্দ্রিমায় গিয়েছিলেন তারা। আর সেখান থেকে ‘নিউ ম্যারিড’ কাপল সোশ্যাল মিডিয়ায় নিজেদের রোমান্টিক ছবিও পোস্ট করেছেন। এরপরে মিথিলা সৃজিতকে রেখে ঢাকায় চলে আসেন। সৃজিতও বউয়ের টানে প্রথমবার শ্বশুরবাড়ি আসেন।

কিন্তু প্রথমবার শ্বশুরবাড়ি এসে গরুর মাংস খাওয়া নিয়ে সৃজিতের ব্যাপক সমালোচনা শুনতে হয়েছিলো। আর নিয়ে সম্প্রতি এক স্ট্যাটাসে স্বামীর হেয়কারীদের কষে এক থাপ্পড় মারারও হুশিয়ারি দিয়েছেন মিথিলা।

এবার স্বামীর প্রতি তার ভালোবাসার আরো একটি প্রমাণ পাওয়া গেল। মঙ্গলবার রাতে মিথিলা নিজের টুইটার হ্যান্ডেলে সৃজিতের উদ্দেশে লেখেছেন– কবে আসবে ঢাকায়? তার পর একটা চুমু ও একটা লজ্জা পাওয়ার ইমোজি। অবশ্য যার জন্য এই টুইট মিথিলা করেছেন সেই সৃজিত এখনো এর কোনো উত্তর দেননি।

প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলার বিয়ে হয়। রেজিস্ট্রি করে বিয়ে হলেও পরে বেশ বড় করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গেছে।

ডেইলি বাংলাদেশ/টিএএস