সূরা আল কদর : অর্থ ও শানে নুযুল
সাদিকা আক্তার ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৬:২৪ ১৬ মে ২০২০

কদরের রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ।(সূরা আল কদর, আয়াত : ৩)
সূরা আল কদর (আরবি: سورة القدر) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনুল কারিমের ৯৭ নম্বর সূরা, এর আয়াত সংখ্যা ৫টি এবং এর রূকুর সংখ্যা ১। আল কদর সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে।
সূরা আল কদর অর্থসহ বাংলা উচ্চারণ :
আরবি : بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
উচ্চারণ : বিসমিল্লাহির রাহমানির রাহিম
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
(১) আরবি : إِنَّآ أَنزَلْنَٰهُ فِى لَيْلَةِ ٱلْقَدْرِ
উচ্চারণ : ইন্না-আনযালনা-হু ফী লাইলাতিল ক্বদর।
অর্থ : নিশ্চয়ই আমি এটা ক্বদর রাতে নাযিল করলাম।
(২)আরবি : وَمَآ أَدْرَىٰكَ مَا لَيْلَةُ ٱلْقَدْرِ
উচ্চারণ : অমা-আদরা-কা মা-লাইলাতুল ক্বদর।
অর্থ : আর আপনি কি জানেন, ক্বদর রাত কি?
(৩) আরবি: لَيْلَةُ ٱلْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
উচ্চারণ : লাইলাতুল ক্বদরি খাইরুম মিন আলফি শাহর।
অর্থ : কদরের রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ।
(৪) আরবি : تَنَزَّلُ ٱلْمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ
উচ্চারণ : তানাযযালুল মালা-য়িকাতু অররুহু ফীহা-বিইযনি রব্বিহিম মিন কুল্লি আমর।
অর্থ : সে রাতে প্রত্যেক বরকত পূর্ণ বিষয় নিয়ে ফেরেশতারা ও রূহ অবতীর্ণ হয়, স্বীয় রবের নির্দেশে।
(৫) আরবি : سَلَٰمٌ هِىَ حَتَّىٰ مَطْلَعِ ٱلْفَجْرِ
উচ্চারণ : সালা-মুন হিয়া হাত্তা-মাতলা‘ইল ফাজর।
অর্থ : সে রাতে সম্পূর্ণ শান্তি, ফজর পর্যন্ত বিরাজিত থাকে।
সূরা কদরের শানে নুযুল : একবার রাসূলুল্লাহ (সা.) বনী ইসরাইলের একজন সাধকের কথা আলোচনা করেন। যিনি একহাজার মাস যাবত দিনের বেলা রোজা রেখে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেন এবং রাত জেগে আল্লাহর ইবাদাত করতেন। এ কথা শুনে সাহাবারা খুব নিরাশ হয়ে পড়লেন। তারা বললেন, আমাদের বয়স পূর্বের উম্মতদেরর তুলনায় খুবই কম। আমরা কীভাবে তাদের মতো নেকআমল করে সওয়াব অর্জন করব। এ প্রেক্ষিতে এ সূরাটি অবতীর্ণ হয়। যাতে রাসূলুল্লাহ (সা.) এর উম্মতদের মর্যাদার কথা আল্লাহ পাক ঘোষণা করেন।
ডেইলি বাংলাদেশ/আরএজে