Alexa সূচকের নিম্নমুখীতায় বেড়েছে লেনদেন

সূচকের নিম্নমুখীতায় বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৪৯ ১০ ফেব্রুয়ারি ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতার মাঝেও টাকার অঙ্কে বেড়েছে লেনদেন পরিমাণ। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শুরুতে উত্থান থাকলেও ৩০ মিনিট পর ক্রয় প্রেসারে টানা নামতে থাকে সূচক। এর প্রভাবে দিনশেষে সূচকের পাশাপাশি উল্লেখযোগ্যভাবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। অপরে শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই অবস্থা বিরাজমান। তবে গেল কার্যদিবসের (বৃহস্পতিবার) তুলনায় উভয় বাজারে কিছুটা বেড়েছে লেনদেন।

রোববার বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে দিনশেষে টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৮১২ কোটি ৭৭ লাখ ৪ হাজার টাকার শেয়ার। যা আগের দিনের তুলনায় ৩৯ কোটি ৭৯ লাখ ২৪ হাজার টাকা বেশি। অর্থাৎ বৃহস্পতিবার বাজারটিতে লেনদেনের পরিমাণ ছিল ৭৭২ কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকা।

এদিন ডিএসইতে কমেছে সবকটি সূচক। এতে তিনটি সূচকের মধ্যে সবচেয়ে বেশি ৪৮ পয়েন্ট কমেছে ডিএসই ব্রড ইনডেক্স। যার বর্তমান অবস্থান ৫ হাজার ৭৬৩ পয়েন্ট। ডিএসইএস বা শরিয়াহ সূচকও কমেছে ৩ পয়েন্ট। যা ১ হাজার ৩২০ পয়েন্টে নেমে এসেছে। এছাড়া ১ পয়েন্টেরও বেশি কমেছে ডিএস-৩০ সূচক, যার অবস্থান ২ হাজার ২৪ পয়েন্টে। এদিকে, বাজারটিতে আজ লেনদেনে মোট ২৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড অংশ নিয়েছে। যার মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ২৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে আরো ২৯টির।

অন্যদিকে, সিএসইতে আজ দিনশেষে ২৭ কোটি ৬২ হাজার টাকার শেয়ার। যা আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১৩ লাখ ৯৮ হাজার টাকা বেশি। অর্থাৎ বৃহস্পতিবার বাজারটিতে লেনদেন হয়েছিল ২৬ কোটি ৮৬ লাখ ৬৪ হাজার টাকা।

ডিএসই’র মতো সিএসইতেও আজ কমেছে সবকটি সূচক। এতে পাঁচটি সূচকের মধ্যে সবেচেয়ে বেশি ১৮৪ পয়েন্ট কমেছে সিএএসপিআই সূচক। এরপর ১১৭ পয়েন্ট কমেছে সিএসই-৩০ সূচক। এদিন সিএসই’র সাধারণ মূল্যসূচক সিএসসিএক্স কমেছে ১১২ পয়েন্টেরও বেশি। যার বর্তমান অকস্থান ১০ হাজার ৬৪৬ পয়েন্টে। বাজারটিতে দিনব্যাপী লেনদেনে অংশ নিয়েছে মোট ২৭৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে আরো ২৩টির।

ডেইলি বাংলাদেশ/এসআইএস

Best Electronics
Best Electronics