Alexa সুস্থ পাটমন্ত্রী, দেশে ফিরবেন কাল 

সুস্থ পাটমন্ত্রী, দেশে ফিরবেন কাল 

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:০০ ২৩ জানুয়ারি ২০২০   আপডেট: ১৪:০১ ২৩ জানুয়ারি ২০২০

পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। ছবি- সংগৃহীত

পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। ছবি- সংগৃহীত

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎধীন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এখন সম্পূর্ণ সুস্থ। শুক্রবার সকালে দেশে ফিরবেন তিনি।

বৃহস্পতিবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত হালদার ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মন্ত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে আগামীকাল সকালে দেশে ফিরবেন। এর আগে গত মঙ্গলবার সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন তিনি। 

উল্লেখ্য, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৬ জানুয়ারি থেকে ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গোলাম দস্তগীর গাজী। 

তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে নেয়া হয় সিঙ্গাপুর। গত ১২ জানুয়ারি থেকে দেশটির জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী। 
 

ডেইলি বাংলাদেশ/এসএইচআর/আরএইচ