Alexa সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বাফুফে এজিএম: সালাম মুর্শেদী

সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বাফুফে এজিএম: সালাম মুর্শেদী

ক্রীড়া প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:২২ ১৬ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান কমিটি ক্ষমতায় আছে প্রায় সাড়ে তিন বছর। এর মধ্যে কোন এজিএম করতে পারেনি বাফুফে। তবে এই দীর্ঘ সময় পর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করলো দেশের ফুটবলের অভিভাবক সংস্থা। এজিএম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলেই জানালেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

শনিবার গাজীপুরের সারাহ রিসোর্টে সকাল ১১টায় শুরু হয়ে ২টায় শেষ হয় বাফুফে বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সারা বছর কর্মকাণ্ড ঢাকায় হলেও বাফুফে বার্ষিক সাধারণ সভা (এজিএম) হয়েছে ঢাকার অদূরে।

এজিএমে শতকরা ৯০ জন কাউন্সিলরই উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেছে বাফুফে মিডিয়া কমিটি। এজিএম নিয়ে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, আমরা পুরো হিসাব সবার সামনে তুলে ধরেছি। আমাদের অডিট ফার্ম নিয়ে প্রশ্ন উঠেছিল। তাই আমরা তিনটি ফার্মের নাম সবার সামনে দিয়েছিলাম। মিজানুর ইসলাম এন্ড কোং কে সবাই সিলেক্ট করেছে। সকল কাউন্সিলরকে কথা বলার সু্যোগ দেয়া হয়েছে। জেলায় বাজেট বাড়ানোর কথা উঠেছিল। আমরা চেষ্টা করবো বাড়ানোর। সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এজিএম।

তবে বাফুফে অর্থ কমিটির বিরুদ্ধে অভিযোগ আনা সহ-সভাপতি মহিউদ্দিন মহি উপস্থিত ছিলেন না। এছাড়া উপস্থিত ছিলেন না আরেক সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি।

ডেইলি বাংলাদেশ/এম