Alexa সুলতান মেলায় ষাঁড়ের লড়াই

সুলতান মেলায় ষাঁড়ের লড়াই

নড়াইল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:১০ ২৫ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলে ১২ দিনব্যাপী সুলতান মেলার দশম দিনে গ্রাম বাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা হয়েছে।

শনিবার দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে এ প্রতিযোগিতা হয়। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৫তম জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়।

এসএম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুর সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন নড়াইলের ডিসি (ভারপ্রাপ্ত) কাজী মাহবুবুর রশীদ।

এ সময় উপস্থিত ছিলেন এসপি মোহাম্মদ জসিম উদ্দিন, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুর জামান কোহিনুর প্রমুখ।

প্রতিযোগিতায় নড়াইল, খুলনাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন এলাকা থেকে আসা অর্ধশতাধিক ষাঁড় অংশ নেয়।

ডেইলি বাংলাদেশ/এমআর