Alexa সুরমা নদীতে বালু শ্রমিক নিখোঁজ

সুরমা নদীতে বালু শ্রমিক নিখোঁজ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:১৩ ৬ ডিসেম্বর ২০১৮   আপডেট: ১৮:৩৫ ৬ ডিসেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জের সুরমা নদীতে বালু বোঝাই দুটি বাল্ক হেডের সংঘর্ষে বুধবার বিকেলে এক বালু শ্রমিক নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ আজিজুল হক জামালগঞ্জ উপজেলার ছোট ঘাগটিয়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

সুরমা নদীর মনিপুরী ঘাট এলাকায় বিকেলে বালু বোঝাই মায়ের দোয়া পরিবহন ও প্রিন্স অফ রিহান নামের বাল্ক হেডের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাল্ক হেডের সামনের দিকে থাকা শ্রমিক আজিজুল নদীতে পড়ে যায়। পরে সে সাঁতরে নদীর পাড়ে ওঠতে পারে নি।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করে তাকে আর পায় নি।

সুনামগঞ্জ সদর থানার এস আই ইমতিয়াজ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিখোঁজ শ্রমিককে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করে। কিন্তু এখন পর্যন্ত কোন সন্ধান মেলে নি।

ডেইলি বাংলাদেশ/এসকে