Alexa সুবাহকে ছেড়ে নতুন প্রেমে নাসির

সুবাহকে ছেড়ে নতুন প্রেমে নাসির

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৫০ ২৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০১:১৯ ২৯ নভেম্বর ২০১৯

ফাইল ফটো

ফাইল ফটো

নাসির হোসেন ও সুবাহকে নিয়ে কিছুদিন আগে অনেক জলঘোলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুবাহ নানা ধরনের দাবি করলেও নাসির ছিলেন অনেকটাই চুপ। দুজনের বিচ্ছেদও হয়েছে অনেক দিন হলো। এবার জানা গেলো, নতুন প্রেমে পড়েছেন নাসির। 

বিচ্ছেদের পর শুরুর কিছুদিন নাসিরকে নিয়ে বিভিন্ন অভিযোগ করলেও এখন সিনেমা নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন সুবাহ। অন্যদিকে জাতীয় দলের বাইরে থাকলেও ব্যাট বল তুলে রাখেননি নাসির হোসেন। সেই সঙ্গে অবশ্য নতুন প্রেমেও মজেছেন তিনি! 

তবে কোনো নারী নয়, এবার নাসির হোসেন পড়েছেন গাড়ির প্রেমে। প্রায় কোটি টাকা দিয়ে কিনেছেন বিএমডব্লিউ। তা নিয়ে দিব্যি সময় কাটছে নাসিরের।

বিএমডব্লিউতে চড়ে মিরপুরের অনুশীলনে আসেন নাসির। মাঝে মধ্যে বন্ধুদের নিয়ে যান বেড়াতে। সেই সাথে ঘরোয়া টুর্নামেন্টগুলোতে নিয়মিত পারফর্ম করছেন। খুঁজছেন ফের জাতীয় দলে ফেরার রাস্তা।

দারুণ পারফর্মেন্স করে আবার জাতীয় দলে ফেরার লক্ষ্যে নিজেকে নতুন ভাবে গড়ে তুলছেন তিনি। তার অসংখ্য ভক্তও আছেন তাকে দেশের জার্সি গায়ে দেখার অপেক্ষায়। তবে তাদের এ ইচ্ছা পূরণ হবে কিনা উত্তর পাওয়া যাবে সময়ের কাছেই। 

ডেইলি বাংলাদেশ/এএল/আরএ