Alexa সুপারি পাড়তে গিয়ে গাছ ভেঙে মৃত্যু

সুপারি পাড়তে গিয়ে গাছ ভেঙে মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি   ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:৫৫ ২২ অক্টোবর ২০১৯  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় সুপারি গাছ থেকে পড়ে মানিক হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চন্ডিপুর ইউপির মাসিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মানিক ওই গ্রামের কামার বাড়ির বাসিন্দা।

চন্ডিপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ভুঁইয়া বলেন, দুপুরে স্থানীয় আবদুল মতিন পাটোয়ারীর বাগানের সুপারি গাছ থেকে সুপারি পাড়ছিলেন মানিক। এ সময় হঠাৎ গাছ ভেঙে তিনি নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রামগঞ্জ থানার ওসি (তদন্ত) ফজলুল হক জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্থান্তার করা হয়েছে।
 

ডেইলি বাংলাদেশ/জেএইচ