Alexa সুনামগঞ্জে সংঘর্ষে আহত ২৫

সুনামগঞ্জে সংঘর্ষে আহত ২৫

সুনামগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:৩১ ২৩ জানুয়ারি ২০২০  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় একটি জলমহাল নিয়ে পূর্ববিরোধের জেরে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপ্তিরপাড় গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- উপ্তিরপাড়ের মো. ফয়জুল হক, ফরিদ মিয়া, হযরত আলী, সায়েদ আলী, আমির আলী। বাকিদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, গ্রামের পাশের মনুকাটা জলমহাল নিয়ে আলী আহমদ ও ফারুক আহমদের মধ্যে বিরোধ ছিলো। একই জলমহাল নিয়ে আমির আলী ও হযরত আলীর মধ্যেও কয়েকমাস ধরে বিরোধ চলছিলো। এরই জেরে গ্রামের মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে ২৫ জন আহত হন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. হারুন অর রশিদ জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর