Alexa সুনামগঞ্জে দু’পক্ষের গোলাগুলিতে প্রাণ গেল শিশুর  

সুনামগঞ্জে দু’পক্ষের গোলাগুলিতে প্রাণ গেল শিশুর  

সুনামগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:২৯ ১৮ অক্টোবর ২০১৯   আপডেট: ২১:৩০ ১৮ অক্টোবর ২০১৯

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউপির আলামপুর গ্রামে শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

জেলার জগন্নাথপুর উপজেলার র্বাস টার্মিনাল এলাকার আলমপুরে এ সংঘর্ষ হয়। নিহত শিশুর নাম সাব্বির মিয়া।

স্থানীয় ইউপি সদস্য বজলু মিয়া জানান, খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে লাশ ময়ানাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।

জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, নিহত শিশুটি পথচারী কোনো পক্ষের নয়। সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি মধ্যেই সংর্ঘষের ঘটনাটি ঘটে। 

ডেইলি বাংলাদেশ/জেএইচ