Alexa সুনামগঞ্জে দুই লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

সুনামগঞ্জে দুই লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:৩০ ৩ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জের তিনটি উপজেলা থেকে দুই লাখ টাকার ভারতীয় নিষিদ্ধ পণ্য উদ্ধার করেছে বিজিবি। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত সুনামগঞ্জ সদর, ধর্মপাশা, দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক মো. মাকসুদুল আলম জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুনামগঞ্জ সদরের চান্দিঘাট ও দর্পগ্রাম থেকে থেকে ৩৩ হাজার ৬৯৬ টাকার পণ্য, ১১ হাজার ৯১০ টাকার ভারতীয় জীবন বিড়ি, ধর্মপাশার গিলাগড়া থেকে ৫৭ হাজার ৩৩৮ বোতল ভারতীয় মদ, দোয়ারাবাজারের চৌকিরঘাট থেকে ৬০ হাজার টাকার ভারতীয় বাঁশ উদ্ধার করা হয়েছে।

ব্যাটালিয়ন অধিনায়ক আরো জানান, উদ্ধার করা মাদক ও পণ্যসমূহ সরকারের সংশ্লিষ্ট বিভাগে জমা দেয়া হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর