Alexa সুনামগঞ্জে জাল টাকাসহ আটক ১

সুনামগঞ্জে জাল টাকাসহ আটক ১

সুনামগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০১:১৮ ৭ ডিসেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ৩৬ হাজার জাল টাকাসহ একজনকে আটক করেছে বিজিবি।

আটক মো. তানজিল ওই উপজেলার উত্তর শ্রীপুর ইউপির চারাগাঁওয়ের মো. আবদুল খালেকের ছেলে।

শুক্রবার রাতে সীমান্ত পিলার ১১৯৫/৩-এস’র কাছ থেকে তাকে আটক করা হয়।

বিজিবি’র ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম জানান, চারাগাঁও বিওপির একটি টহল দল সীমন্তের তিনশ গজ ভেতর থেকে ওই ব্যক্তিকে আটক করে। এ সময় ৩৬টি এক হাজার টাকার নোট এবং একটি মোবাইল উদ্ধার করা হয়।

লে. কর্নেল মাকসুদ জানান, আটক মো. তানজিলের বিরুদ্ধে মামলা করে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর