Alexa সুনামগঞ্জে কুস্তি প্রতিযোগিতা শুরু

সুনামগঞ্জে কুস্তি প্রতিযোগিতা শুরু

সুনামগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৪৩ ১৪ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জে জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে আন্তঃউপজেলা কুস্তি প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতাটির উদ্বোধন করেন প্রধান অতিথি ডিসি মোহাম্মদ আব্দুল আহাদ।

এ সময় উপস্থিত ছিলেন এসপি মিজানুর রহমান, অতিরিক্ত ডিসি মো. শরিফুল ইসলাম, জেলা সদরের ইউএনও ইয়াসমিন নাহার রুমা, বিশ্বম্ভরপুরের ইউএনও সমীর বিশ্বাস, ২৮ বিজিবির সহকারী পরিচালক মাহবুবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সিরাজুর রহমান সিরাজ, সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ। 

আন্তঃউপজেলা কুস্তি প্রতিযোগিতায় সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, দক্ষিণ সুনামগঞ্জ, জামালগঞ্জ ও তাহিরপুরের খেলোয়াড়রা অংশ নিয়েছেন।

ডেইলি বাংলাদেশ/এমকেএ