Alexa সুনামগঞ্জে ইভ টিজিং প্রতিরোধে সড়ক অবরোধ 

সুনামগঞ্জে ইভ টিজিং প্রতিরোধে সড়ক অবরোধ 

সুনামগঞ্জ প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:৪০ ২১ জানুয়ারি ২০২০   আপডেট: ১৩:৪২ ২১ জানুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জে ইভটিজিং প্রতিরোধ ও ইভটিজারদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ-সিলেট সড়কের নীলপুর বাজারে সড়ক আবরোধ করে শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সবস্তরের জনগণ।

এ সময় সড়কে কয়েক কিলোমিটার সড়কে যানজট লাগে। অবরোধের কারণে আটকা পড়ে হাজার হাজার যাত্রী। 
    
স্থানীয় এলাকাবাসী জানান, নীলপুর বাজার দিয়ে জহিরুল হক উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা চলাচল করার সময় স্থানীয় কিছু যুবক নানান ভাবে ইভটিজিং করছে। তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানান তারা।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।   

ডেইলি বাংলাদেশ/এমকে