Alexa সুদের টাকায় জনসেবা করা 

প্রশ্নোত্তর

সুদের টাকায় জনসেবা করা 

নুসরাত জাহান ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:৫৩ ১৯ নভেম্বর ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

প্রশ্ন: যদি কোনো ব্যক্তি ব্যাংকে জমাকৃত সুদের টাকা দিয়ে এমন টয়লেট বানায় যা ছোট বড় ধনী গরিব সবাই ব্যবহার করবে তাহলে জায়েজ হবে কিনা? উক্ত টাকা যদি মসজিদ বা মাদরাসার কমিটিকে (সুদের কথা) জানিয়ে দেয়া হয়, তবে তা দ্বারা মসজিদ বা মাদরাসার জন্য বাথরুম তৈরি করা বৈধ হবে কি?

উত্তর: একান্ত ঠেকার কারণে ব্যাংকে চলতি একাউন্ট খোলা জায়েজ আছে। সেভিং একাউন্ট খোলা জায়েজ নয়। তবে না জেনে কেউ খুলে থাকলে, জানার পর একাউন্ট পরিবর্তন করা উচিত এবং এরূপ ক্ষেত্রে তার একাউন্টে যে সুদের টাকা জমা হবে, তা নিজের কাজে খরচ করা জায়েজ নয়। বরং উক্ত টাকা সওয়াবের নিয়ত না করে গরিব মিসকিনদের দিয়ে দেবে। 

উক্ত টাকা দিয়ে জন সাধারণের ব্যবহারের উপযোগী টয়লেট বানানো জায়েজ হবে। তেমনি ভাবে সুদের টাকা দ্বারা মসজিদ মাদরাসার বাথরুম তৈরি করাও বৈধ হবে। তবে লক্ষ্য রাখতে হবে, যেন নিজের ব্যক্তিগত কোনো কাজে এবং মসজিদ ও তৎসংশ্লিষ্ট দেয়াল বা বারান্দা ইত্যাদিতে সুদের টাকা ব্যয় না হয়। (ফাতাওয়ায়ে রহীমীয়া: ২/১৯২, কিফায়াতুল মুফতী: ৮/৫৮)।

ডেইলি বাংলাদেশ/আরএজে