Alexa এক বাইকেই পুরো পরিবার, সঙ্গী কুকুরও! (ভিডিও)

এক বাইকেই পুরো পরিবার, সঙ্গী কুকুরও! (ভিডিও)

সোশ্যাল মিডিয়া ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৫৮ ২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ১৫:৪২ ২ সেপ্টেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাধারণত দুই বা তিনজন আরোহী দেখা যায় একটি বাইকে। তিনজন বসলে তো ঠাসাঠাসি অবস্থা। আর যদি এক বাইকে থাকে সাতজন আরোহী! সঙ্গী কুকুরসহ আরো দুই পোষ্য!

বাস্তবে এমনটাই ঘটেছে। এমন বাইক আরোহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

১৫ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে- এক ব্যক্তি বাইক চালিয়ে যাচ্ছেন। বাইকের সামনে বসা দুজন। তারা বাইকের মালিকের সন্তান। রয়েছে তাদের পোষ্যও। পেছনে আরো তিন সন্তান। যিনি গাড়ি চালাচ্ছেন তিনি পরিবারের প্রধান। তার কোমর জড়িয়ে বসে রয়েছেন স্ত্রী। বাইকের পাশে একটি পোষ্য কুকুরও রয়েছে।

সংবাদ প্রতিদিন জানায়, টুইটারে এই ভিডিওটি পোস্ট করেন এক ব্যক্তি। নেটিজেনদের টাইমলাইনে জায়গা করে নেয় ওই ভিডিও। মুহূর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়ে যায় ভাইরাল।

তবে ওই আরোহীদের কিংবা বাইকচালককে দেখে তাদের অসুবিধা হচ্ছে বলে বোঝা যাচ্ছে না।

নেটিজেনদের কেউ এই ভিডিও দেখে হেসে খুন। কেউ বাইক কোম্পানির প্রশংসা করছেন। কেউ আবার আরোহীদের বলছেন সুখী পরিবার। কেউ চালককে দিয়েছেন ‘হিরো’ তকমাও।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

ডেইলি বাংলাদেশ/এমকে