Alexa সুইসাইড নোট লিখে জনপ্রিয় অভিনেত্রীর আত্মহত্যা

সুইসাইড নোট লিখে জনপ্রিয় অভিনেত্রীর আত্মহত্যা

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:০৮ ২৫ জানুয়ারি ২০২০   আপডেট: ১৩:১৫ ২৫ জানুয়ারি ২০২০

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আত্মহত্যা করেছেন অভিনেত্রী সেজল শর্মা। তাকে মুম্বাইয়ের মীরা রোডে নিজ বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানায়নি পুলিশ।

জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে ফোনে অনেকক্ষণ কথা হয় এ অভিনেত্রীর। তারপরই শুক্রবার আত্মহত্যা করেন তিনি। এই দু’টি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

সেজল শর্মা ছিলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। তিনি বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের সঙ্গেও একটি বিজ্ঞাপনে কাজ করেছেন।

২০১৭ সালে রাজস্থান থেকে মুম্বাই আসেন তিনি। টেলিভিশনে অভিনয় শুরু করার আগে সেজল বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছিলেন।

টেলিভিশনে ‘দিল তো হ্যাপি হ্যায় জি’ ধারাবাহিকের আত্মপ্রকাশের পর জনপ্রিয়তা পান এই অভিনেত্রী। এছাড়া ‘আজাদ পরিন্দে’ নামে একটি ওয়েব সিরিজেও অভিনয় করেন তিনি।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ