Alexa সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির গণসচেতনা

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির গণসচেতনা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৫৭ ২৭ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর ধামইরহাট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে গ্রামে গ্রামে গণসচেতনামূলক প্রচারণা চালিয়েছে বিজিবি।

রোববার রাতে সীমান্ত পিলার ২৭০/২ ও ২৬২/২-এর সাব পিলারের দুইশ গজ ভেতরে বিভিন্ন গ্রামে এ প্রচারণা চালানো হয়।

বিজিবির ১৪ ব্যাটালিয়নের বস্তাবর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আনোয়ার হোসেন জানান, গ্রাম পুলিশ ও জনগণকে সচেতন করা হয়েছে। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

কালুপাড়া বিওপি কমান্ডার নায়েব সুবেদার কবির হোসেন জানান, সীমান্তবর্তী গ্রামের মানুষকে অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়ে সচেতন করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর