Alexa সিলেটে পাইপগানসহ ‘জলা মোস্তাক’ গ্রেফতার

সিলেটে পাইপগানসহ ‘জলা মোস্তাক’ গ্রেফতার

সিলেট প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:৩৭ ৫ ডিসেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটের জকিগঞ্জে পাইপগান ও গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার খলাছড়া ইউপির কাপনা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মো. মোস্তাক আহমদ ওরফে জলা মোস্তাক ওই গ্রামের আছদ্দর আলীর ছেলে।

জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে জলা মোস্তাককে গ্রেফতার করে। এ সময় তার বসতঘর থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও পাঁচ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, মোস্তাকের বিরুদ্ধে জকিগঞ্জ ও বিয়ানীবাজার থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ