Alexa সিলেটে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেটে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২৩:০৭ ২২ অক্টোবর ২০১৯   আপডেট: ২৩:১৫ ২২ অক্টোবর ২০১৯

নিহত হাফিজুর রহমান।

নিহত হাফিজুর রহমান।

সিলেটের বিশ্বনাথে ট্রেনে কাটা পড়ে হাফিজুর রহমান নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে উপজেলার খাজাঞ্চি ইউপির ঘাসিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাফিজুর উপজেলার ধনপুর গ্রামের হেদায়েত উল্লাহর ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

নিহতের নাতি মো. দেলোয়ার হোসেন বলেন, সোমবার সুনামগঞ্জ থেকে বিশ্বনাথ উপজেলার রাজনগর গ্রামে মেয়ের বাড়িতে আসছিলেন হাফিজুর। পথে লামাকাজী এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় মঙ্গলবার সকালে নিহতের ছেলে হোসাইন আহমদ বিশ্বম্ভরপুর থানায় একটি জিডি করেন।

বিশ্বনাথ থানার এসআই আব্দুল লতিফ জানান, ঘাসিগাঁও এলাকার সিলেট-ছাতক রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন হাফিজুর। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমআর