Alexa সিলেটে ট্রাকের ভেতর চালক-সহকারীর লাশ

সিলেটে ট্রাকের ভেতর চালক-সহকারীর লাশ

সিলেট প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:৩৪ ২৪ জানুয়ারি ২০২০   আপডেট: ২০:৫০ ২৪ জানুয়ারি ২০২০

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

সিলেটে শুক্রবার সকালে চাকা খোলা একটি ট্রাকের ভেতর থেকে চালক ও তার সহকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

জেলার দক্ষিণ সুরমা উপজেলার সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের লালমাটিয়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার বাগদী গ্রামের কাদের মিয়ার ছেলে জাহাঙ্গীর ও একই গ্রামের দীন মোহাম্মদের ছেলে রাজু। 

নিহতদের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা তাদের হত্যা করে ট্রাকের ভেতরে ফেলে রাখা হয়েছে। 

এসএমপি পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা জানান, শুক্রবার সকালে খবর পেয়ে লালমাটিয়া এলাকায় ট্রাকের ভেতর থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে মোগলাবাজার থানা পুলিশ। লাশ উদ্ধারের সময় ট্রাকটির সবগুলো চাকা খোলা ছিল।

এছাড়া লাশ দুটির শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাদেরকে হত্যা করে ট্রাকের ভেতরে ফেলে রাখা হয়েছে। ঘটনাকে ভিন্ন খাতে নিতে নাটক সাজানো হয়েছে। ময়নাতদন্তের জন্য তাদের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি আরো বলেন, ট্রাকটির মালিক চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার আইলদীপ গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের ছেলে আতাউর রহমান। নিহত চালক ও তার সহকারী বৃহস্পতিবার গাজীপুর জয়দেবপুর ধান গবেষণা কেন্দ্র হতে সিলেট নগরীর লামাবাজারের উদ্দেশ্যে রওয়ান করেন। এ ঘটনার বেশ কিছু ক্লু আমাদের হাতে এসেছে। সেই আলোকে তদন্ত চলছে। দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করা হবে। 

ডেইলি বাংলাদেশ/জেএইচ