Alexa সিলেটে গাঁজাসহ নারী গ্রেফতার

সিলেটে গাঁজাসহ নারী গ্রেফতার

সিলেট প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:৩৭ ২০ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটে ডিবির অভিযানে গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৭টায় নগরীর ভার্থখলাস্থ এমদাদ মিয়ার কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার নাজমা বেগম নাজু সিলেটের দক্ষিণ সুরমার ভার্থখলার আব্দুর রহমানের স্ত্রী। এ সময় তার কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

রোববার দুপুরে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মূসা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, তার বিরুদ্ধে আগে দায়ের করা চারটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় উদ্ধারকৃত মালামালসহ দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। 

ডেইলি বাংলাদেশ/জেএস