Alexa সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:২৫ ১৯ জানুয়ারি ২০২০  

ফাইল ফটো

ফাইল ফটো

ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। সিরিজে ১-১ এ সমতা বিরাজ করায় এই ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। 

ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিংয়ে উদ্বোধন করেছেন অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। 

সিরিজ নির্ধারক ম্যাচে চোট নিয়েই মাঠে নেমেছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। প্রথম দুই ওয়ানডেতে অবশ্য গর্জে ওঠেনি তার ব্যাট।

সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ১০ উইকেটে হারিয়ে দুরন্ত সূচনা করে অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৩৬ রানের জয়ে সমতা ফিরিয়ে আনে বিরাট কোহলির দল। 

ডেইলি বাংলাদেশ/এম