সিরাজগঞ্জে সড়কে ঝরলো দুইজনের প্রাণ
সিরাজগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০০:৪৬ ২৪ জানুয়ারি ২০২০

ফাইল ছবি
সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাতিতে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অটোরিকশাচালক আব্দুর রাজ্জাক রামগাতি এলাকার বাসিন্দা ও নিহত মোটরসাইকেল চালকের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, রাস্তা পারাপারের সময় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে উভয় পরিবহনের চালক গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/আরএম