সিরাজগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী
সিরাজগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০৩:৫৪ ১৬ জানুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী।
বুধবার রাতে সদর উপজেলার বাগবাটি ইউপির চর নান্দিনা গ্রামে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান।
তিনি বলেন, বাল্যবিয়ে হচ্ছে খবর পেয়ে পুলিশ নিয়ে ওই বাড়িতে যাই। এ সময় মেয়েপক্ষকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে জানানো হয়। পরে মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা দেন।
ডেইলি বাংলাদেশ/এমআর