Alexa সিরাজগঞ্জে ট্যাংকলরির চাপায় প্রাণ গেল দুই ব্যবসায়ীর

সিরাজগঞ্জে ট্যাংকলরির চাপায় প্রাণ গেল দুই ব্যবসায়ীর

সিরাজগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:২১ ২২ অক্টোবর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাংকলরির চাপায় দুই কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সরিষাকোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার গাড়াদহ ইউপির সরিষাকোল গ্রামের খোরশেদ ব্যাপারীর ছেলে মো. আবদুল আজিজ ও মশিপুর গ্রামের বাবু লাল হোসেনের ছেলে দুলাল হোসেন।

গাড়াদহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, সকালে সরিষাকোল বাজার থেকে একটি মিনি ট্রাকে ওই ব্যবসায়ীরা পাবনার বেড়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্যাংকলরি এসে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই আবদুল আজিজ নিহত হন। এ সময় দুলাল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তিনি মারা যান।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্যাংকলরিটি উদ্ধার করা হলেও মিনি ট্রাকটি পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/আরএম