সিরাজগঞ্জে চাঁদা না দেয়ায় ধান চাষে বাঁধা
কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১০:১৯ ২৫ মার্চ ২০২০ আপডেট: ১১:১২ ২৫ মার্চ ২০২০

সিরাজগঞ্জে চাঁদা না দেয়ায় ধান চাষে বাঁধা
সিরাজগঞ্জের কামারখন্দে কোনাবাড়ি গ্রামে চাঁদা না দেয়ায় পুকুরে বিষপ্রয়োগ ও ধান চাষ করতে না দেয়ার অভিযোগ ঝাঐল ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য হামিদুল ইসলামের বিরুদ্ধে।
এ ঘটনায় ইউপি সদস্য হামিদুলসহ সাত জনের নামে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছে কয়েকটি ভূমিহীন পরিবার।
ওই পরিবারগুলো মাছ চাষের পাশাপাশি পানি শুকিয়ে গেলে সেখানে ইরি মৌসুমে ধান চাষ করে জীবিকা নির্বাহ করে থাকেন। গত ছয় ফেব্রুয়ারী হামিদুল ও তার সহযোগীরা পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দেড় লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলে। বর্তমানে চাঁদা না দেয়ায় ধান চাষ করতে না দেয়ার অভিযোগ হামিদুলের বিরুদ্ধে।
হামিদুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। সবসময় অসহায়দের পাশে থাকার চেষ্টা করি।
ইউএনও জাহাঙ্গীর আলম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ সবুজ জানান, ভূমিহীনদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি বাংলাদেশ/এমএইচ