সিদ্ধিরগঞ্জে মোটর শ্রমিককে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১২:০৩ ১৫ ফেব্রুয়ারি ২০২০

প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক মোটর শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেলে শিমরাইল উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শুভ শিমরাইল উত্তরপাড়ার আব্দুর রবের ছেলে। তিনি কাঁচপুরে একটি গ্যারেজে মেকানিকের কাজ করতেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. কামরুল ফারুক জানান, কয়েকজন মাদকসেবীর সঙ্গে বাকবিতণ্ডা হয় শুভ’র। এক পর্যায়ে তাকে পিটিয়ে ফেলে যায় তারা। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান শুভ।
ডেইলি বাংলাদেশ/এআর