Alexa সিগারেট কিনতে গিয়ে ১০ জন হাসপাতালে

সিগারেট কিনতে গিয়ে ১০ জন হাসপাতালে

হবিগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৪:২৪ ২৪ মে ২০১৯   আপডেট: ১৩:৫৯ ২৪ মে ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের মাধবপুরের বেঙাডুবায় বৃহস্পতিবার রাতে সিগারেটের দাম বেশি চাওয়া নিয়ে সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছেন।

গুরুতর আহত ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, ইমন মিয়া, নানু মিয়া, সজল, নাজমা, শহীদ মিয়া, ইউনুস, এনামুল, হুমায়ুন, হাদিছ মিয়া, সিদ্দিক আলী। বাকিদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, তারাবি নামাজের পর রহমান মিয়ার দোকানে সিগারেট কিনতে যায় এনামুল ও হুমায়ুন। ওই সময় সিগারেটের দাম এক টাকা বেশি চাওয়ায় রহমান মিয়ার সঙ্গে বাকবিতণ্ডা হয় এনামুলের। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ২০ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর

Best Electronics
Best Electronics