Alexa সিএমপি কমিশনারকে নিয়ে বিভ্রান্তিমূলক স্ট্যাটাস, যুবক আটক  

সিএমপি কমিশনারকে নিয়ে বিভ্রান্তিমূলক স্ট্যাটাস, যুবক আটক  

চট্টগ্রাম প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০২:৩৭ ২২ অক্টোবর ২০১৯   আপডেট: ০২:৩৯ ২২ অক্টোবর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম মেট্রোপলিট পুলিশ (সিএমপি) কমিশনার মাহবুবর রহমানের ছবিসহ উস্কানিমূলক স্ট্যাটাস দেয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। 

সোমবার রাতে নগরীর লালদীঘির একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়। আটক রবিউল আলম বাঁশখালী থানার পূঁইছড়ি গ্রামের আহমদ হোসেনের  ছেলে।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, ভোলায় পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনায় সিএমপি কমিশনারের ছবিসহ ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক পোস্ট দেয় রবিউল। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

তিনি আরো জানান, জাতীয় সাইবার পার্টির (জাতীয় পার্টির সহযোগী সংগঠন) চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রধান সমন্বয়ক হিসেবে দাবি করেছে। এছাড়া সে কোরআনে হাফেজ বলে দাবি করে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ