Alexa সারার জন্য মুখ ঢাকলেন মা অমৃতা, কী কাজ করলেন অভিনেত্রী?

সারার জন্য মুখ ঢাকলেন মা অমৃতা, কী কাজ করলেন অভিনেত্রী?

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৯:৩৩ ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৯:৩৪ ৯ অক্টোবর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বলিউডের নবাগত অভিনেত্রী সারা আলি খান। ‘কেদারনাথ’ সিনেমা দিয়ে পা রাখেন বলিউডে। রূপালি পর্দায় নিজের উপস্থিতি দিয়েই মন জয় করে নিয়েছেন ভক্তদের। তবে এবার তিনি যে কাজ করলেন তাতে রীতিমতো মুখ ঢাকতে হয়েছে অভিনেত্রীর মা অমৃতা সিং-কে। কিন্তু কী এমন কাজ করলেন সারা?

সম্প্রতি নবাগত এই অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। যে ভিডিওতে দেখা যায়, হোটেলের টেবিলের উপর খাবার; আর তার সামনে মুখ ঢেকে বসে আছেন সারার মা অমৃতা।

ভিডিওর ক্যাপশনে সারা লিখেছেন, মা আর আমি যখন খাবার খেতে যাই তখন ডায়েটের কথা মাথাতেও আসে না। আর এতো খাবার খাওয়া মোটেও সহজ নয়। যারা খাওয়া প্রতিযোগিতায় নাম দেয়, তারাও সহজে এতো খেতে পারবে না।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তবে এই ভিডিওতে আপনারা সারাকে দেখা যায় না। কারণ ভিডিওটা বানিয়েছেন তিনি নিজে।

আগামীতে কার্তিক আরিয়ানের সঙ্গে ‘লাভ আজকাল ২’ এবং বরুণ ধাওয়ানের সঙ্গে ‘কুলি নম্বর ওয়ান’-এ দেখা যাবে তাকে।

সারা আলি খানের শেয়ার করা ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন। 

ডেইলি বাংলাদেশ/টিএএস