Alexa সারাজাত সৌমের কবিতা

সারাজাত সৌমের কবিতা

সাহিত্য ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৪২ ৬ এপ্রিল ২০১৯  

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সুইং

তুমি সেই পাখি-
যে বাতাস সুইং করে করে যাচ্ছে
                           তার ঠোঁটে 
এবং একটা অবাধ্য সুর
তাকে টেনে ধরে রেখো না পেছনে
সে যাচ্ছে...

যে ফুল প্লাস্টিকের চেয়েও মূঢ়
আর মূর্খ মাথার চুল
              গ্রাম থেকে এসেছে
উড়ে উড়ে-
তাকে বলো,

শহর কেবলই খাদ্য
তুমি যা খাবে আমিও তাই খাই
এবং সুইং করতে করতে-
আসো, আমরা একটা গান গাই

তোমার ঠৌঁটের উপর ছড়ানো
এটাই পৃথিবীর শেষ মহিমা।
***


বসন্ত

গাছে-
লটকে আছে চাঁদ 
                 আমার মুণ্ডু-
আত্মহননের আগের রাত
আমি একটা দীর্ঘ পথ পেয়েছি

কালো পাখি-
এই কণ্ঠ তোমার
         বাড়ির উত্তরে দাঁড়িয়ে
বাতাস শুধু বলছিলো,
এসো-নাভিতে আমার
            বসন্তের বালি 
এখানে শুষ্ক

শামুকের কানাকানি-
দক্ষিণে আকাশ তার আলো
       কে জানি ঢেকে দিলো
দুষ্টু চড়ুইয়ে ভেতর 
                     ছোট্ট আমি
               চোখ বন্ধ করে
চুমু খেয়ে
এইতো-
           মাটিতে পড়ে আছি
আর তোমার ঘোলা চোখের মণি-
আমি একটা পথ পেয়েছি
পাথরের মতো চোখ
               হীরার চেয়েও দামি

বসন্ত যাকে ঘষে ঘষে
আর উজ্জ্বল করে তুলছে।

ডেইলি বাংলাদেশ/আরএস
 

Best Electronics
Best Electronics