Alexa সাপের ছোবলে চিরঘুমে মাদরাসাছাত্রী

সাপের ছোবলে চিরঘুমে মাদরাসাছাত্রী

চৌগাছা (যশোর) প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:২১ ২১ অক্টোবর ২০১৯   আপডেট: ১৫:২৪ ২১ অক্টোবর ২০১৯

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যশোরের চৌগাছার পৌর সদরের নিরিবিলি পাড়ায় সাপের ছোবলে তন্বী খাতুন নামে ঘুমন্ত এক মাদরাসাছাত্রী চিরঘুমে চলে গেছেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

নিরিবিলি পাড়ার বাসিন্দারা জানান, যশোর চান্দুটিয়া গ্রামের তবিবর রহমানের মেয়ে তন্বি খাতুন তার মায়ের সঙ্গে মামা বাড়িতে থাকত। মা মানসিক রোগে আক্রান্ত। মামা বাড়িতে মায়ের কাছে থেকে সে লেখাপড়া করত। চৌগাছা আলিম মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী। রোববার রাতে খাওয়া-দাওয়া শেষ করে নানির সঙ্গে খাটে ঘুমিয়ে পড়ে। 

মামা আওয়াল হোসেন বলেন, মা, বোন ও ভাগ্নি আলাদা রুমে বসবাস করে। রাত ১২টার দিকে কান্নার শব্দে আমি ঘুম থেকে উঠে পড়ি। গিয়ে দেখি ভাগ্নির পায়ে আঙুলে কোনো কিছু কামড় দিয়েছে। প্রথমে আমরা ভেবেছি চেলা বা কোনো কীটপতঙ্গ কামড়াতে পারে। পরবর্তীতে জ্বালা-যন্ত্রণা বেশি হলে তন্বী জ্ঞান হারিয়ে ফেলে। এ অবস্থায় দ্রুত আমরা হাসপাতালে নিয়ে যাই। কিন্তু জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সাপের ছোবলে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল থেকে নিশ্চিত করা হয়েছে। বাম পায়ের আঙুলে আধাইঞ্চি ব্যবধানে সাপের ছোবলের দাগ লক্ষ্য করা গেছে। 

ডেইলি বাংলাদেশ/জেএইচ