Alexa ‘সাত গোল খেয়ে খুব কেঁদেছিলাম’

‘সাত গোল খেয়ে খুব কেঁদেছিলাম’

ক্রীড়া প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২২:০৭ ২৩ জানুয়ারি ২০২০   আপডেট: ২২:১৬ ২৩ জানুয়ারি ২০২০

ফাইল ফটো

ফাইল ফটো

বুধবার বাংলাদেশে এসেছেন ব্রাজিলের সাবেক গোলরক্ষক হুলিও সিজার। আজ (বৃহস্পতিবার) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাকক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। সেখানে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ৭ গোল খাওয়ার স্মৃতিচারণ করেন ব্রাজিলিয়ান গোলরক্ষক।

সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্যের শেষে মজা করে সিজার বলেছিলেন, ‘আশা করছি এখানে কেউ আমাকে ২০১৪ বিশ্বকাপের জার্মানির বিপক্ষে যা হয়েছিল সেটা নিয়ে প্রশ্ন করবে না।’ তবে তাকে এই প্রশ্নের সম্মুখীন হতেই হয়েছে। 

ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সেই ম্যাচে গোলরক্ষক ছিলেন জুলিও সিজার। শুরুর ৩০ মিনিটেই পাঁচ গোল করে জার্মানির খেলোয়াড়রা। শেষ পর্যন্ত ৭-১ গোলে স্বাগতিকদের পরাস্ত করে জার্মানি। ব্রাজিলকে বিদায় নিতে হয় সেমিফাইনাল থেকেই।

ম্যাচের পরের অবস্থা বর্ণনা করতে গিয়ে হুলিও সিজার বলেন, ‘ওই ম্যাচের পর আমরা কেউ-ই কোনো কথা বলিনি। ওই মুহূর্তটা আমাদের ও আমাদের সমর্থকদের জন্য খুবই বিব্রতকর ছিল। ওই ঘটনার আসলে কোনো ব্যাখ্যা হয় না। ওই ম্যাচের মুহূর্তগুলো ভাবাটাও বেশ কঠিন।’

ম্যাচ শেষে ড্রেসিংরুমের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে আবেগী হয়ে পড়েন সিজার। তিনি বলেন, ‘সাত গোল খাওয়ার পর সবাই চুপ ছিলাম আমরা। অনেকেই খুব কেঁদেছিল, তাদের মধ্যে আমিও ছিলাম।’

হতাশা থেকে নিজেদের মনোবল ফিরিয়ে আনার গল্পও বলেন সিজার, ‘তবে কখনো কখনো ফুটবলে এমনটা ঘটে। অতীত নিয়ে পরে থাকলে চলে না। আমাদের সামনে এগিয়ে যেতে হয়। মাথা উঁচু রেখে কাজ করে যেতে হয়। এরপরও আমি খেলেছি। ওই ম্যাচে যারা খেলেছিল তাদের অনেকেই পরবর্তী বিশ্বকাপে খেলেছে। অনেকেই ভালো করেছে। তবে ওই মুহূর্তটা আমার জন্য ছিল ভিন্ন রকমের অভিজ্ঞতার।’

ডেইলি বাংলাদেশ/এএল