Alexa সাতক্ষীরায় স্ত্রী-মেয়ের গায়ে এসিড নিক্ষেপ

সাতক্ষীরায় স্ত্রী-মেয়ের গায়ে এসিড নিক্ষেপ

সাতক্ষীরা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:৩১ ২২ অক্টোবর ২০১৯  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাতক্ষীরার আশাশুনির দক্ষিণ চাপড়া গ্রামে মা-মেয়ের শরীরে দুর্বৃত্তরা এসিড নিক্ষেপ করেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে।

এসিড দগ্ধরা হলেন ওই গ্রামের একরাম গাজীর মেয়ে ফাতেমা খানম এবং ফাতেমার ছোট মেয়ে জাকেয়া মেহজাবিন। 

একরাম গাজী জানান, শাহজাহান মোড়ল নড়াইলের পঙ্কবিলা গ্রামের শওকত আলী মোড়লের মাদকাসক্ত ছেলে। ১৫ বছর আগে শাহজাহানের সঙ্গে ফাতেমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহ লেগে থাকতো। এরই জেরে ফাতেমা বাবার বাড়ি ফিরে এসে স্বামীকে তালাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে শাহজাহান ফোনে ফাতেমাকে এসিড নিক্ষেপসহ বিভিন্ন হুমকি দেয়। তাই ধারণা করা হচ্ছে শাহজাহান মোড়লই এসিড নিক্ষেপ করেছে।

আশাশুনির ওসি আব্দুস সালাম জানান, এসিড দগ্ধ মা-মেয়েকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে তাকে রাত ১০টার দিকে সাতক্ষীরা সদরে পাঠানো হয়। তবে এই ব্যাপারে কেউ এখনো অভিযোগ করেনি। 

তিনি আরো জানান, আসামি ধরার ব্যাপারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 

ডেইলি বাংলাদেশ/জেএস