Alexa সাতক্ষীরায় পঞ্চদশ কবিতা উৎসব

সাতক্ষীরায় পঞ্চদশ কবিতা উৎসব

সাতক্ষীরা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:০৬ ১৩ ডিসেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

‘মাদকের বিরুদ্ধে কবিতা’ এ প্রতিপাদ্যে কবি-সাহিত্যিকদের প্রাণের উচ্ছ্বাসে সাতক্ষীরায় পঞ্চদশ কবিতা উৎসব-২০১৯ হয়েছে।

শুক্রবার সকালে জেলার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে এ উৎসবের আয়োজন করে কবিতা পরিষদ।

পরিষদের সভাপতি মন্ময় মনিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের এমপি মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার ডিসি এসএম মোস্তফা কামাল, উপ-ভাষা গবেষক অধ্যাপক কাজী মুহম্মদ অলিউল্লাহ, সাহিত্যিক গাজী আজিজুর রহমান ও ভারতের কবি স্বরূপ মণ্ডল।

এ বছর কবিতা পরিষদ পুরস্কার পেয়েছেন সাংবাদিকতায় একেএম শহীদউল্লাহ, কবিতায় কবি গোলাম কিবরিয়া পিনু, কবি সৌহার্দ সিরাজ ও কবি উৎপল বাগ।

ডেইলি বাংলাদেশ/এমআর