Alexa সাইকেল আরোহীকে পিষে মারল বেপরোয়া ট্রাক

সাইকেল আরোহীকে পিষে মারল বেপরোয়া ট্রাক

সিরাজগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০০:৫৬ ২৭ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক সাইকেল আরোহীকে পিষে মেরেছে বেপরোয়া গতির ট্রাক।

শনিবার রাতে ওই উপজেলার হাটিকুমরুল-বনপাড়া সড়কে এ ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট ফয়সাল আহমেদ জানান, হাটিকুমরুল গোলচত্বর থেকে বনপাড়াগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই সাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় ট্রাকের ধাক্কায় সড়কের পাশের একটি দোকান দুমড়েমুচড়ে যায়

সার্জেন্ট ফয়সাল আরো জানান, নিহতের মাথা থেতলে যাওয়ায় পরিচয় জানা যায়নি। ট্রাকটি উদ্ধার করা হলেও চালক ও হেলপারকে পাওয়া যায়নি।

ডেইলি বাংলাদেশ/এআর