Alexa সহকারী পুলিশ কমিশনারের চরিত্রে সুমন

সহকারী পুলিশ কমিশনারের চরিত্রে সুমন

বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:৫৯ ১৯ জানুয়ারি ২০২০   আপডেট: ১৮:০০ ১৯ জানুয়ারি ২০২০

এবিএম সুমন

এবিএম সুমন

আলোচিত অভিনেতা এবিএম সুমন সম্প্রতি ‘গিরগিটি’ নামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটি নির্মাণ করবেন নবাগত পরিচালক সৌরভ কুণ্ডু। এ ছবিতে সহকারী পুলিশ কমিশনারের চরিত্রে দেখা যাবে সুমনকে। সোমবার থেকে মানিকগঞ্জে ‘গিরগিটি’র শুটিং শুরু হচ্ছে। প্রথম দিন থেকেই অংশ নেবেন এই অভিনেতা।

এ বিষয়ে এবিএম সুমন বলেন, সৌরভ কুণ্ডু ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার সহকারী পরিচালক ছিলেন। তখন থেকেই তার সঙ্গে আমার সখ্যতা। সিনেমাটির গল্প আমার কাছে বেশ ভালো। তাই এতে কাজ করতে আমি আগ্রহী হয়েছি।

সৌরভ কুণ্ডু বলেন, এবিএম সুমন যে চরিত্রটি করছেন, সে চরিত্রে তিনি ছাড়া আমি আর কাউকে ভাবতে পারিনি। আমি গল্প শোনানোর সঙ্গে সঙ্গে তিনি কাজ করতে রাজি হয়ে যান। আশা করছি দর্শকদের সময়োপযোগী ও ভালো লাগার মতো একটি সিনেমা উপহার দিতে পারবো।

সুমন ছাড়াও ‘গিরগিটি’তে অভিনয় করছেন তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ, দীপু ইমাম, মিলি বাসার, হামিদুর রহমান ও খালেকুজ্জান। সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শাহজাহান সৌরভ।

ডেইলি বাংলাদেশ/এনএ