Alexa সর্বাধুনিক কলপোস্কপি মেশিনের উদ্বোধন করলেন মাশরাফীর মা

সর্বাধুনিক কলপোস্কপি মেশিনের উদ্বোধন করলেন মাশরাফীর মা

নড়াইল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:৪৩ ১৮ জানুয়ারি ২০২০   আপডেট: ১৭:৪৫ ১৮ জানুয়ারি ২০২০

ছবি: ডেইলি ‍বাংলাদেশ

ছবি: ডেইলি ‍বাংলাদেশ

রোগ নির্ণয়ে ব্যবহৃত কলপোস্কপি মেশিনের উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার মা হামিদা মোর্ত্তজা বলাকা।

শনিবার দুপুরে শহরের মহিষখোলায় এক হাসপাতালে জরায়ু ক্যান্সারসহ সব ধরনের রোগের পরীক্ষার সর্বাধুনিক কম্পিউটারাইজড পদ্ধতির এ মেশিনের উদ্বোধন করেন।

এ সময় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক জানান, এতদিন দক্ষিণবঙ্গের শুধু খুলনাতেই এই কলপোস্কপি মেশিন ছিল। এর পরীক্ষাও অনেক ব্যয়বহুল। নড়াইলে এই সেবা চালু হওয়ায় শুধু ৫০০ টাকায় পরীক্ষা-নিরীক্ষা করা যাবে। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্রিগেডিয়ার প্রফেসর ডা. নাসরিন সুলতানা, ডা. আলিমুজ্জামান সেতু, সাংবাদিক কাজী হফিজুর রহমান, মীর্জা নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেইলি বাংলাদেশ/জেডআর