Alexa সম্রাটের অফিস-বাসায় র‌্যাবের অভিযান

সম্রাটের অফিস-বাসায় র‌্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৩৮ ৬ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের অফিস ও বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব। অফিস ও বাসাগুলো হলো রাজধানীর মহাখালী, শান্তিনগর, গুলশান ও ধানমন্ডিতে।

রোববার রাজধানীর চারটি বাড়িতে অভিযান চালায় র‌্যাব। মহাখালী ডিওএইচএস এর বাসায় অভিযান শুরু হয়েছে বলে জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান ভুইয়া।

তিনি বলেন, সম্রাটের শান্তিনগরের অফিসে  বিকেল সোয়া ৩টার দিকে সম্রাটসহ অভিযান শুরু করেছে র‌্যাব। এছাড়া তার শান্তিনগরের ১৩৮ এবং ১৩৮/১, ১৩৯ নম্বর রহমান ভিলা ঘিরে রেখেছে র‌্যাব সদস্যরা। অপরদিকে মহাখালী নিউ ডিওএইচএস এর ২৯ নম্বর রোডের ৩৯২ নম্বর বাসায় অভিযান শুরু হয়েছে।

ডেইলি বাংলাদেশ/ইএ/এসবি/এমআরকে