Alexa সম্মেলন উপলক্ষে আওয়ামী লীগের ওয়েবপেজ

সম্মেলন উপলক্ষে আওয়ামী লীগের ওয়েবপেজ

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:১৩ ৫ ডিসেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে নতুন ওয়েবপেজ (council.albd.org) চালু করেছে দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি।

বৃহস্পতিবার আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ ওয়েবপেজ উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ।

হাছান মাহমুদ বলেন, এ ওয়েবপেজের ভিডিও অংশে সম্মেলন লাইভ করা হবে। গত নির্বাচনের ইশতেহার, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বিশেষ উক্তি, অডিও ভিজুয়াল কন্টেন্টসহ অনেক কিছু থাকবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেছিলেন, সেই পথেই হাঁটছেন তিনি। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়িত করেছে আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় ওয়েবপেজ উদ্বোধন করা হয়েছে। আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশ স্লোগান দিয়ে কাজ শুরু করেছে ২০০৮ সালে। যেখানে ভারত ২০১৪ সালে এ ঘোষণা দেয়।

ওয়েবপেজ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, শেখ তন্ময় এমপি, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ অন্যরা প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/জাআ/আরএইচ