Alexa সম্মাননা পেলেন গোপালগঞ্জের পাঁচ জয়িতা

সম্মাননা পেলেন গোপালগঞ্জের পাঁচ জয়িতা

গোপালগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:০৪ ৯ ডিসেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও পাঁচ জয়িতাকে সম্মাননা দেয়া হয়েছে। জেলা মহিলা বিষয়ক অধিদফতর এর আয়োজন করে।

সোমবার দুপুরে জেলা শিশু একাডেমির হল রুমে জয়িতাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন এডিসি (সার্বিক) কাজী শহিদুল ইসলাম।

জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক মো. আজমীর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান ও সদরের ইউএনও মো. সাদিকুর রহমান খান।

জয়িতারা হলেন- অর্থনৈতিক সাফল্যে মৌসুমী চক্রবর্তী, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে ফাতেমা খাতুন, সমাজ উন্নয়নে রেনুকা বিশ্বাস, সফল জননী হিসেবে ছালেহা বেগম ও নির্যাতন প্রতিরোধে সাকিলা আরজু।

ডেইলি বাংলাদেশ/এমআর